দামুড়হুদায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবক নিহত


চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছে। ২১ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার বড় দুধপাতিলা এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ের অদূরের এ দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনে সে কাটা পড়েছে তা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তার শরীর থেকে বাম পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। বেলা সাড়ে ১১টায় রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ওই যুবকের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও পাওয়া যায় নি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ে পুলিশ। কোন ট্রেনে ওই যুবক কাটা পড়েছে তা বোঝা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন : পৃথক সময়ে একই ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
ভয়েস টিভি/এমএইচ
প্রত্যক্ষদর্শীরা জানায়, তার শরীর থেকে বাম পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। বেলা সাড়ে ১১টায় রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ওই যুবকের বিচ্ছিন্ন হওয়া বাম পা পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও পাওয়া যায় নি।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলওয়ে পুলিশ। কোন ট্রেনে ওই যুবক কাটা পড়েছে তা বোঝা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন : পৃথক সময়ে একই ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ