Printed on Wed Jul 28 2021 5:11:16 PM

ছলছাতুরি করে নয় অন্তর্বাস খোলায় সম্মতি ছিল শ্যারনের, দাবি পরিচালকের

বিনোদন ডেস্ক
বিনোদন
অন্তর্বাস
অন্তর্বাস
১৯৯২ সালের বিখ্যাত ছবি ‘বেসিক ইনস্টিংক্ট’-এর বিতর্কিত দৃশ্যে কৌশলে অভিনেত্রী শ্যারন স্টোনকে অন্তর্বাস খোলানোর অভিযোগ অস্বীকার করলেন পরিচালক পল ভারহোভেন।

সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন পল। সেখানে তিনি জানান, অভিনেত্রী শ্যারন তার আত্মজীবনীতে যে দাবি তুলেছেন, তা ‘ভিত্তিহীন’।

‘বেসিক ইনস্টিংক্ট’ ছবির একটি বিখ্যাত দৃশ্য ছিল, হত্যাকারী সন্দেহে শ্যারনকে জিজ্ঞাসাবাদ করছেন কয়েক জন পুরুষ৷ একটি পায়ের উপর অন্য পা তুলে বসেছিল তিনি। এক মুহূর্তের জন্য সে পা-টা নীচে নামায়। তখন তার যৌনাঙ্গ দেখা যায়। শ্যারন নিজের জীবনীচিত্রে লিখেছিলেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। তার ভাষায়, ‘সেই অভিজ্ঞতা ভয়াবহ ছিল।’

তিনি জানান, তাকে এক কলাকুশলী অন্তর্বাস খোলার নির্দেশ দেন। বলা হয়, ক্যামেরায় দেখানো হবে না। কিন্তু তেমনটা হয়নি। ৬৫ বছরের অভিনেত্রী অভিযোগ করেছিলেন, তাকে দিয়ে কৌশলে এই কাজটি করানো হয়।

কিন্তু পল জানান, শ্যারনের সঙ্গে সমস্ত কথা হয়েছিল সরাসরি। তিনি সবটা জানতেন বলে দাবি পরিচালকের। তিনি আচমকা কেন এই দাবি করছেন, সেই বিষয়ে কোনও ধারণা নেই পলের। একইসঙ্গে তার দাবি, ‘‘এখন শ্যারন যাই বলুন, তিনি অসম্ভব ভালো অভিনয় করেছিলেন। আমাদের মধ্যে এখনও সুসম্পর্ক রয়েছে।’’

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48680
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ