Printed on Wed Jul 28 2021 5:23:29 PM

‘অপরাজিতা’ হয়ে ফিরছেন শাবনূর

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
অপরাজিতা
অপরাজিতা
ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা ছিলেন শাবনূর। তবে দীর্ঘদিন ধরেই বড়পর্দার আড়ালে থাকায় ভক্তরা বঞ্চিত হয়েছেন তার অভিনয় থেকে। অপেক্ষায় রয়েছেন তার ফিরে আসার।

সুখবর হলো শাবনূর ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শিগগিরই বড়পর্দায় ফিরতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী।

২৯ জুন মঙ্গলবার ফেসবুকে নিজের নতুন ছবির ঘোষণা দিয়েছেন শাবনূর। একই সঙ্গে নতুন ছবিটির নাম ও পোস্টারও শেয়ার করেছেন তিনি।

শাবনূরের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, ঘোমটা দেয়া ক্ষত-বিক্ষত সেলাই করা একটি মুখ।

ছবিটির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “দীর্ঘ বিরতির অবসান! পরিস্থিতি স্বাভাবিক হলে ‘অপরাজিতা’ হয়ে আসবো আপনাদের মাঝে! সবার দোয়াপ্রার্থী!”

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48066
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ