অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১৯ জন


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করার অভিযোগে ১৭ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এসশয় তাদের সহায়তা করার অভিযোগে আরও দুজনকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবি।
১০ ফেব্রুয়ারি বুধবার রাত ১১টার দিয়ে ৫৮ বিজিবির সদস্যরা দেশের অভ্যন্তরে উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু রয়েছে। তারা খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে দুটি অটোরিকশাও জব্দ করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে মহেশপুর থানায় মামলা দায়েরের পর সোপর্দ করে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ৯ ফেব্রুয়ারি জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করেছে ৫৮ বিজিবি। যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে আসা যাওয়ার সময় ১১০ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী পাঁচ দালালকে আটক করে বিজিবি।
ভয়েস টিভি/এমএইচ
১০ ফেব্রুয়ারি বুধবার রাত ১১টার দিয়ে ৫৮ বিজিবির সদস্যরা দেশের অভ্যন্তরে উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু রয়েছে। তারা খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে দুটি অটোরিকশাও জব্দ করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে মহেশপুর থানায় মামলা দায়েরের পর সোপর্দ করে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ৯ ফেব্রুয়ারি জেলার মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করেছে ৫৮ বিজিবি। যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে আসা যাওয়ার সময় ১১০ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী পাঁচ দালালকে আটক করে বিজিবি।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ