Printed on Wed May 05 2021 10:11:29 PM

শাকিলার জন্যে এফডিসিতে মারামারি করলেন সুপ্ত!

বিনোদন প্রতিবেদক
বিনোদন
শাকিলার
শাকিলার
এফডিসির কাজী জহির রায়হান কালার ল্যাবের সামনে একটি কলেজের শিক্ষার্থী অভিনেত্রী শাকিলা পারভীনকে ডিস্টার্ব করছিলেন। বিষয়টি দেখে প্রতিবাদ করতে যান অভিনেতা সুপ্ত। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই শিক্ষাথীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে অবশ্য সুপ্তের হাতে মার খেয়ে সবার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় ওই শিক্ষার্থী।

সম্প্রতি শাপলা মিডিয়ার প্রযোজনায় ও জসিম উদ্দিন জাকির পরিচালনায় ‘কলিজাতে দাগ লেগেছে’ চলচ্চিত্রের শুটিং চলছে। এতে অভিনয় করছেন শাকিলা-সুপ্ত জুটি। এফডিসিতে সিনেমার শুটিং চলাকালে অভিনেত্রী শাকিলাকে নিয়ে সুপ্তের এমনই মারামারির দৃশ্য চোখে পড়ে।

এ প্রসঙ্গে শাকিলা পারভিন বলেন, সুপ্ত বাস্তবেও বেশ ঝগড়াটে। শুটিংয়ে এসেও সারাদিন আমার সঙ্গে ঝগড়া করে সুপ্ত। তবে তার মন মানুষিকতা অনেক ভালো। আমরা অনেক ভাল বন্ধু। সুপ্তর সঙ্গে বেশকিছু কাজ করেছি, ও বেশ হেল্পফুল।

তিনি বলেন, পরিচালক জসীম উদ্দিন জাকির ভাইও টানা নয়দিন আমাদেরকে নিকে কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে আমাদের টিম ভালো ভাবে কাজ করে চলেছি। বাকী সব আল্লাহ ভরসা। এখন দর্শক যদি আমাদের জুটিকে আর্শিবাদ করেন তাহলেও আমরা সামনে জুটি হয়ে আরও অনেক সুন্দর কাজ উপহার দিতে পারব।

শাকিলার কথা প্রসঙ্গে অভিনেতা সুপ্ত বলেন, অভিনয়ে এসে যদি অভিনেত্রীর সঙ্গে কিছু খুনসুটি না থাকে তাহলে আসলে সবকিছু জমে না। শুধু আমি ঝগড়াটে না। সেও বটে। তবে তারটা কেউ টের পাবে না। শাকিলা আর আমি আগে থেকেই বেশ ভাল জুটি। তার সঙ্গে যতো কাজ হয়েছে সবগুলোই দর্শক দারুনভাবে গ্রহণ করেছে।

‘কলিজাতে দাগ লেগেছে’ এটি আমাদের জুটির প্রথম চলচ্চিত্র। প্রথমদিন থেকেই পরিচালক জসীম উদ্দিন জাকির ভাই আমাদের কোনো রেস্ট না দিয়ে কাজ করে চলেছেন। আসলে একটি চলচ্চিত্রের সব ধকল পরিচালকের উপর দিয়েই যায়। তবে তার কাজে আমরা নিরাশ হয়নি। সব মিলিয়ে ভাল করছেন আমাদের এই চলচ্চিত্রের টিম। বাকী সব দর্শকদের উপরে।

সিনেমাটির বিষয়ে পরিচালক জসীম উদ্দিন জাকির বলেন, নায়িকার জন্যে তো নায়কই মারামারি করবে। সেটি যেন আবার বাস্তবে না হয়। এটি চলচ্চিত্রেই মানান সই। তবে এই নতুন জুটি পেয়ে আমি বেশ আনন্দিত। টানা শুটিং করতে গিয়ে এমনও দিন আছে রাত তিনটা পর্যন্ত আমাদের শুটিং করতে হয়েছে।

শাপলা মিডিয়ার প্রযোজক মোঃ সেলিম খানকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, এই মানুষটি আসলে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এই দূর্দিনে তার মতো বড় মনের মানুষ আমাদের চলচ্চিত্রের জন্যে খুব প্রযোজন ছিল। তিনি তাই করেছেন।

চলচ্চিত্রের মান আর অল্প বাজেট নিয়ে এই পরিচালক বলেন, একটি চলচ্চিত্রের মেরুদণ্ড হলো গল্প। মান-বাজেট তো দর্শক দেখে না। না হলে তিন-চার কোটি টাকার চলচ্চিত্র ফ্লপ হতো না।

সিনেমাটিতে শাকিলা পারভিন ও সুপ্ত ছাড়াও আছেন অভিনেত্রী আসমা ঝিলিক। এছাড়াও সিমান্ত, হারুন, জ্যাকি আলমগীর, রেবেকা, ববি, বাদল, মম শিউলি, রাজু চৌধুরী ও শিশু শিল্পী মোসকানসহ অভিনয় করছেন অনেকেই।

আরও পড়ুন : বিএফডিসি'র ২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতন দিতে ৬ কোটি টাকা ‘অনুদান’

ভয়েস টিভি/এএন/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38228
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ