প্রধানমন্ত্রীর উপহার : বরাদ্দের নামে অর্থ আদায়ের অভিযোগ


নাটোরের সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মেহের আলীর বিরুদ্ধে মুজিববর্ষে ভূমিহীনদের জন্যে প্রধানমন্ত্রীর ঘর বরাদ্দ দেয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ৩ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগটি করেন ফুল বিবি নামে এক ভুক্তভোগী নারী।
অভিযোগে ঘরের ব্যবস্থা করতে না পারায় ওই ইউপি সদস্যের কাছে টাকা ফেরত চাইলে ভুক্তভোগীকে বিভিন্ন হুমকি দেয়া হয় বলে জানা গেছে। এদিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
সূত্রে জানা যায়, গত ১১ মাস আগে ইউপি মেম্বার মেহের আলী সরকারি ঘর দেয়ার কথা বলে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া ভাটোপাড়া গ্রামের মৃত গফ্ফার আলীর স্ত্রী ফুল বিবি বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা নেন। কিন্তু তিনি সময়মত ভুক্তভোগীর সরকারি ঘর দিতে ব্যর্থ হন।
পরে ওই নারী ১০ হাজার টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখান ওই ইউপি সদস্য। এই ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ফুল বিবি জানান, তিনি এক ভূমিহীন বিধবা নারী। শ্রম বিক্রি করে তিনি ঘর পাওয়ার আশায় ইউপি মেম্বারকে ১০ হাজার দিয়েছিলেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত ঘর পাননি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অভিযুক্ত ইউপি সদস্য মেহের আলী জানান, আমি কারও কাছ থেকে কোনো অর্থ নেইনি। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন : ইউএনও ওপর হামলা: আরও ৩ জন আটক
ভয়েস টিভি/এমএইচ
অভিযোগে ঘরের ব্যবস্থা করতে না পারায় ওই ইউপি সদস্যের কাছে টাকা ফেরত চাইলে ভুক্তভোগীকে বিভিন্ন হুমকি দেয়া হয় বলে জানা গেছে। এদিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
সূত্রে জানা যায়, গত ১১ মাস আগে ইউপি মেম্বার মেহের আলী সরকারি ঘর দেয়ার কথা বলে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের গুনাইখাড়া ভাটোপাড়া গ্রামের মৃত গফ্ফার আলীর স্ত্রী ফুল বিবি বেগমের কাছ থেকে ১০ হাজার টাকা নেন। কিন্তু তিনি সময়মত ভুক্তভোগীর সরকারি ঘর দিতে ব্যর্থ হন।
পরে ওই নারী ১০ হাজার টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখান ওই ইউপি সদস্য। এই ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ফুল বিবি জানান, তিনি এক ভূমিহীন বিধবা নারী। শ্রম বিক্রি করে তিনি ঘর পাওয়ার আশায় ইউপি মেম্বারকে ১০ হাজার দিয়েছিলেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত ঘর পাননি। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
অভিযুক্ত ইউপি সদস্য মেহের আলী জানান, আমি কারও কাছ থেকে কোনো অর্থ নেইনি। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন : ইউএনও ওপর হামলা: আরও ৩ জন আটক
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ