Printed on Sun May 22 2022 4:58:46 PM

অশ্লীল দাবি সানি লিওনের ভিডিও, নিষিদ্ধ চান পুরোহিত

অনলাইন ডেস্ক
বিনোদন
অশ্লীল
অশ্লীল
রাধা হয়ে মধুবনে নেচেছিলেন সানি লিওন, কিন্তু তা অশ্লীল ঠেকছে পুরোহিতের কাছে। আর তাই তিনি এই মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন তিনি।

‘মধুবন মে রাধা নাচে’ এই গানটি প্রথ্যাত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির। ১৯৬০ সালে কোহিনূর চলচ্চিত্রে এই গান গেয়েছিলেন তিনি।

২২ ডিসেম্বর বুধবার সারেগামা মিউজিক এই গানটি নিয়ে তাদের যে নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ প্রকাশ করে, তাতে রাধারূপে নাচের ঝড় তোলেন বলিউডের হালের তারকা সানি লিওন।

রাধা-কৃষ্ণের প্রেমকাহিনীর এই গান হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো চটুল বলে সোশাল মিডিয়ায় আলোচনা চলছিল। এর পরপরই মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ এই মিউজিক ভিডিওটি নিষিদ্ধের দাবি তোলেন বলে এনডিটিভি জানিয়েছে।

তিনি বলেছেন, “সরকার যদি এই ভিডিও অ্যালবাম নিষিদ্ধ না করে তবে আমরা আদালতে যাব।”

সানি লিওনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও তুলেছেন তিনি। সানি লিওনকে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ভারতে থাকতে দেওয়া হবে না বলেও তিনি হুমকি দিয়েছেন।

কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন এক সময়ে পর্ন তারকা ছিলেন। সেই জগত ছেড়ে ২০১২ সালে বলিউডে নাম লেখালেও বিতর্ক তাকে ছাড়ছে না।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/61653
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ