Printed on Tue Apr 13 2021 6:47:36 PM

মা হলেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন

বিনোদন ডেস্ক
বিনোদন
অস্কারজয়ী
অস্কারজয়ী
হলিউডের অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন প্রথমবারের মতো মা হয়েছেন। গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী।

অভিনেত্রী ও তাঁর স্বামী ডেভ ম্যাককারির জীবনে এখন খুশির বন্যা। বাবা-মা'র দায়িত্ব পালনেই ব্যস্ত এই তারকা দম্পতি। তবে এতদিন পর মা হওয়ার সুখবর প্রকাশ পেলেও তিনি ছেলে নাকি মেয়ে জন্ম দিয়েছেন, তা জানানো হয়নি। খবর যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম মিররের।

হলিউড সংবাদ মাধ্যম ইউএস উইকলি সূত্রে খবর, গত ১৩ মার্চ লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন এমা। তবে এখনও আনু্ষ্ঠানিকভাবে মা হওয়ার খবর জানাননি অভিনেত্রী। জানুয়ারি মাসে এই সংবাদমাধ্যমকেই একান্ত সাক্ষাত্কারে মা হতে চলার খবর নিশ্চিত করেছিলেন তিনি।

সেই সপ্তাহেই পাপারাতজিদের ক্যামেরায় ধরা পড়ে এমার বেবি বাম্পের ছবি। বন্ধুদের সঙ্গে লস অ্যাঞ্জেলসে কালো টপ আর জিনসে লেন্সবন্দি হয়েছিলেন অভিনেত্রী।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিক পরিচালক ও লেখক ডেভ ম্যাকক্যারির সঙ্গে বাগদান হয়। পরে ২০২০ সালে বিয়ে প্রেমিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ‘লা লা ল্যান্ড’ খ্যাত এই অভিনেত্রী।

২০১৬ সালে এমা এবং তাঁর স্বামী ডেভের প্রথম আলাপ। স্টাডার ডে নাইট লাইভ হোস্ট করছিলেন এমা এবং শো-য়ের লেখক ছিলেন ডেভ ম্যাককারি। দুই বছর পর এমাকে প্রেম প্রস্তাব দেন ডেভ।

২০১৯ এর ডিসেম্বরে আনুষ্ঠানিক বাগদানের পরের বছরই বিয়ের পর্ব সেরে নেন। আর বছর ঘুরতে না ঘুরতেই দুই থেকে তিন হলেন এই দম্পতি।

৩২ বছর বয়সী এমা এলে ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করে জানিয়েছিলেন, ‘বয়স বাড়বার সঙ্গে সঙ্গে জীবন সম্পর্কে, সন্তান সম্পর্কে আমার ধারণা বলছে। শীঘ্রই আমি ফ্যামিলি প্ল্যানিং করতে চাই’।

এর আগে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ কো-স্টার অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে সম্পর্ক ছিলো অস্কারজয়ী অভিনেত্রী এমার। বিয়ে করার প্রস্তুতিও নিয়েছিলেন তারা। পাঁচ বছরের দীর্ঘ সম্পর্ক ভেঙে যায় ২০১৫ সালে।

আরও পড়ুন : ১৫ কেজি ওজন কমিয়ে অভিনয়ে ফিরছেন তনুশ্রী দত্ত

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/40205
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ