‘বিজ্ঞানকে অস্বীকার করে লাভ নেই’ টিকা নেয়ার পর ইবি উচাপার্য


করোনার টিকা নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। একই সঙ্গে তার স্ত্রী রেবেকা সুলতানাও এ সময় টিকা নেন ।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কেন্দ্রে গিয়ে তারা টিকা নেন। এসময় উপাচার্য সবাইকে টিকা নিতে আহ্বানও জানান।
টিকা নেয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘আমার ডায়াবেটিস আছে। তবুও টিকা নেয়ার পর আমি স্বাভাবিক আছি। টিকা নিয়েছি কিনা বুঝতেই পারেনি। টিকা নিয়ে আমরা দুজনই সুস্থ আছি।বিজ্ঞানকে অস্বীকার করে লাভ নেই। মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞানকে অস্বীকার করা চলবে না।’
সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন,‘গুজবে কান না দিয়ে, বাস্তবতাকে মেনে নিয়ে সবাই টিকা গ্রহণ করুন। সবাইকে বলি, দ্রুত টিকা নিন এবং নিরাপদ থাকুন।’
গত সোমবার উপাচার্য টিকা নিতে নিবন্ধন করেছিলেন। এর আগে গত শনিবার তার স্ত্রী রেবেকা সুলতানা টিকার জন্য নিবন্ধন করেছিলেন।
ইবি উপাচার্য টিকা গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাশিদুজ্জামানন খান টুটুল, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন উপস্থিত ছিলেন।
ভয়েস টিভি/এসএফ
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কেন্দ্রে গিয়ে তারা টিকা নেন। এসময় উপাচার্য সবাইকে টিকা নিতে আহ্বানও জানান।
টিকা নেয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘আমার ডায়াবেটিস আছে। তবুও টিকা নেয়ার পর আমি স্বাভাবিক আছি। টিকা নিয়েছি কিনা বুঝতেই পারেনি। টিকা নিয়ে আমরা দুজনই সুস্থ আছি।বিজ্ঞানকে অস্বীকার করে লাভ নেই। মানবসভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞানকে অস্বীকার করা চলবে না।’
সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন,‘গুজবে কান না দিয়ে, বাস্তবতাকে মেনে নিয়ে সবাই টিকা গ্রহণ করুন। সবাইকে বলি, দ্রুত টিকা নিন এবং নিরাপদ থাকুন।’
গত সোমবার উপাচার্য টিকা নিতে নিবন্ধন করেছিলেন। এর আগে গত শনিবার তার স্ত্রী রেবেকা সুলতানা টিকার জন্য নিবন্ধন করেছিলেন।
ইবি উপাচার্য টিকা গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাশিদুজ্জামানন খান টুটুল, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন উপস্থিত ছিলেন।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ