Printed on Wed May 05 2021 8:53:28 PM

নেশার টাকার জন্য শিশুদের অ‌চেতন ক‌রে ভিক্ষা কর‌ত মা

‌ফেনী প্র‌তি‌নি‌ধি
সারাদেশ
অ‌চেতন
অ‌চেতন
নেশার টাকা জোগাড় করতে নি‌জের বাচ্চাদেরও নেশা জাতীয় দ্রব্য দি‌য়ে অ‌চেতন ক‌রে ভিক্ষা কর‌তেন এক মা। ওই মায়ের নাম শর্মিলা। আর ঘটনাটি ফেনী‌র।

জানা গেছে, নিজে এবং দুই শিশুর মাথায় ব্যান্ডেজ ক‌রে অ‌লি‌তে গ‌লি‌তে ভিক্ষা কর‌তে দেখা যায় শ‌র্মিলা‌কে। গত ক‌য়েক দিন ধ‌রে শিশু দুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ছবি ও ভিডিও শেয়ার করেন ।

প‌রে ফেনীর সামাজিক সংগঠন ‌‘সহায়’ এর উদ্যেগে শিশু‌দের উদ্ধার ক‌রে তা‌দের বাবাকে খুঁজে বের করা হয়। পরে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে পুলিশের উপস্থিতিতে তার কাছে শিশু‌দের লালন পালনের দায়িত্ব দেয়া হয় ।

‌শিশু‌দের পিতা সুজন জানান, শ‌র্মিলা নেশা কর‌ত। একাধিক বার উদ্যোগ নিলেও সংশোধন হয়নি। শিশুদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে নেশার জন্য বিভিন্ন কৌশলে মানুষের কাছ থেকে টাকা আদায় কর‌ত সে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/40459
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ