Printed on Wed Aug 10 2022 5:04:08 PM

শুভ জন্মদিন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
আইয়ুব বাচ্চু
আইয়ুব বাচ্চু
ফাইল ছবি
ঢাকা: ছয় তারের জাদুকর, রুপালি গিটারিস্ট ও কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৫৮তম জন্মদিন আজ। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। ব্যান্ডসংগীতের উজ্জ্বল এই নক্ষত্র অসংখ্য ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর পারি জমান না ফেরার দেশে।

তিনি দেশসেরা গিটারিস্ট হলেও বাংলা ব্যান্ড জগতে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন জনপ্রিয় গানের মাধ্যমে।

চট্টগ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৬২ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন নন্দিত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। তার বাবার নাম ইসহাক চোধুরী এবং মা নুরজাহান বেগম। দুই ভাই ও এক বোনের মধ্যে আইয়ুব বাচ্চু ছিলেন সবার বড়।

আইয়ুব বাচ্চুর পরিবারের কেউ গানের সঙ্গে যুক্ত না থাকলেও ছোটবেলা থেকেই গানের প্রতি তার ছিল তীব্র প্রেম আর ভালোবাসা। সেই থেকে ছোটবেলা থেকে তিনি গিটারের প্রেমে পড়েন। আর এই ভালোবাসা থেকেই ১৯৯১ সালে বন্ধুরা মিলে গড়ে তুলেন এলআরবি নামের একটি ভিন্ন ধারার ব্যান্ড দল।

এলআরবি ১৯৯২ সালে ‘এলআরবি ১’ এবং ‘এলআরবি ২’, বাংলাদেশের প্রথম ডবল অ্যালবাম প্রকাশ করেছিল। তাদের তৃতীয় অ্যালবাম ‘সুখ’ (১৯৯৩) বাংলাদেশে বেশ পরিচিত করে তোলে এবং ‘চলো বদলে যায়’ গানটির জন্য জনপ্রিয়তার তুঙ্গে চলে যায় এলআরবি।
সেই থেকে ভালোবেসে ভক্তরা ডাকতেন ‘এবি’ বলে।

এলআরবির জনপ্রিয়তা হিট অ্যালবাম ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহর’ (১৯৯৫) ইত্যাদি। এল আর বি’কে নিয়ে সর্বশেষ বাজারে আসে আইয়ূব বাচ্চুর ‘যুদ্ধ; শিরোনামের অ্যালবাম।

আইয়ুব বাচ্চু দেশের জনপ্রিয় ব্যান্ড দল এলআরবির হয়ে গানে ও সুরে হৃদয় মাতিয়েছেন কোটি সঙ্গীতপ্রেমীর।

জাদুকর হয়তো অনেকেই হয় কিন্তু ছয় তারের জাদুকর আইয়ুব বাচ্চু তারের জাদু দেখাতে আমাদের মাঝে আর ফিরবেননা তিনি। কিন্তু তিনি বেঁচে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/10191
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ