Printed on Sat Jan 16 2021 9:08:22 PM

নিক্সন চৌধুরীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
আগাম জামিন
আগাম জামিন
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ২০ অক্টোবর মঙ্গলবার নিক্সন চৌধুরীর আইনজীবীর আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে নিক্সন চৌধুরীর জামিন মঞ্জুর করেন।

এই আট সপ্তাহের মধ্যে প্রশাসনিক কোনো কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে এবং তদন্ত কর্মকর্তাকে সহায়তা করার নির্দেশ দেয়া হয় নিক্সন চৌধুরীকে।

শুনানিতে নিক্সনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক এবং মনজুর আলম।

এর আগে সকাল ১০টার দিকে নিক্সন চৌধুরী জামিন নিতে হাইকোর্টে আসেন। সেসময় তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে করা মামলা আমি আইনিভাবে মোকাবিলা করব। আমার বক্তব্যের যে অডিও রেকর্ডিংটি প্রকাশ হয়েছে, সেটি সুপার এডিটেড। এটা অসত্য জিনিস, এটাকে এডিটিং করে বানানো হয়েছে। জেলা প্রশাসক কীভাবে এই ভিডিও প্রকাশ করেছেন, তাও খতিয়ে দেখা দরকার। আমার বক্তব্যের রেকর্ডিংটা, যতটুকু কথাই আছে, জেলা প্রশাসকের কাছেই আছে। উনার মাধ্যমে এইটা কীভাবে সোশ্যাল মিডিয়ায় এলো, সেটারও বিচার হওয়া উচিত। আইসিটি অ্যাক্টে এটাও তো অপরাধ।’

এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম গত বৃহস্পতিবার চরভদ্রাসন থানায় নিক্সনের বিরুদ্ধে এ মামলা করেন।

গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ এবং একজন উপজেলা নির্বাহী অফিসার ও একজন ম্যাজিস্ট্রেটকে ফোনে হুমকি-ধমকি দেন বলে অভিযোগ ওঠে স্থানীয় এমপি নিক্সনের বিরুদ্ধে।

আলাপের অডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন। পরে নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/19356
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ