Printed on Thu Jun 24 2021 12:22:12 AM

আজও দিনভর বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
বৃষ্টির আভাস
বৃষ্টির আভাস
জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু এখন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলে এসেছে। এর প্রভাবে ৬ জুন রোববার দিনভর বৃষ্টি হয়েছে। সারাদিনের থেমে থেমে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছিলেন নগরবাসী। আজ ৭ জুন সোমবারও একই থাকবে আবহাওয়া পরিস্থিতি।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে মৌসুমি বায়ু। শুরু হয়ে গেলো বর্ষার বৃষ্টি। এখন দক্ষিণ-পশ্চিমের দিকে বেশি বৃষ্টি হয়েছে। এটি আরও এগিয়ে আসবে। আগামী কয়েকদিন আকাশে ভারী মেঘ থাকবে। ফলে অনেক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

রোববার অফিসগামী সাধারণ মানুষ এবং সন্ধ্যায় অফিসফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এ দিন সকালে যানবাহনের সংকট দেখা দেয়। তেমনি বিকালে যানবাহন সংকটের সঙ্গে যুক্ত হয় জলাবদ্ধতা, কর্দমাক্ত রাস্তায় চলাচল। জলাবদ্ধতার ফলে অনেক এলাকায় যুক্ত হয় যানজট। সব মিলিয়ে মহাভোগান্তির মধ্যে আজকের দিন কাটিয়েছে নগরবাসী। আজ সোমবারও একই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১০০ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে ৯৮, সন্দ্বীপে ৯৭, পটুয়াখালীতে ৯১, ফেনীতে ৮২, কক্সবাজারে ৭৬, কুতুবদিয়ায় ৬১, মাইজদীকোটে ৫১, চাঁদপুরে ৫০, ভোলা ও রাঙামাটিতে ৪৫, কুমিল্লায় ৪২, বগুড়ায় ২৬, ফরিদপুরে ২৫, টাঙ্গাইলে ২১, কুমারখালীতে ১৭, ঢাকায় ১৬, শ্রীমঙ্গলে ১৪, সাতক্ষীরা ও গোপালগঞ্জে ১৩, বরিশালে ১২, নিকলিতে ১১, রাজশাহী ও মাদারীপুরে ১০, খুলনা ও তাড়াশে ৯, যশোরে ৬, চুয়াডাঙ্গায় ৫, রাজারহাট ও ঈশ্বরদীতে ৩, খেপুপাড়া ও সিলেটে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ঢাকা বিভাগের পূর্বাঞ্চল পর্যন্ত চলে এসেছে। এটি আরও এগিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ার অবস্থার জন্য আবহাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46211
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ