Printed on Wed Mar 03 2021 8:09:06 AM

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ২৮

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব
আত্মঘাতী
আত্মঘাতী
ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দু’টি আত্মঘাতী হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭৩ জন আহত হয়েছে। দু’টি হামলাই হয়েছে আল-তাইয়ারান স্কোয়ারের অদূরে বাবুল শারজি এলাকায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আল মুহান্না বলেছেন, প্রথমে একজন আত্মঘাতী ওই এলাকায় পৌঁছে নিজেকে খুব অসুস্থ হিসেবে তুলে ধরে। এরপর তার সাহায্যে অন্যেরা এগিয়ে গেলে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর আহতদের সাহায্য করতে যখন আরও মানুষ জড়ো হন তখন দ্বিতীয় হামলাকারী তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বহু সংখ্যক মানুষ হতাহত হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল বাণিজ্যিক এলাকা হওয়ায় এমনিতেই সব সময় সেখানে মানুষের ভিড় থাকে।

ঘটনার পরপরই ইরাকের নিরাপত্তা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেছেন। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: আল জাজিরা

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/32836
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ