Printed on Sun Sep 19 2021 10:32:27 PM

টিকা পাওয়া আন্তর্জাতিক রাজনীতির ওপর নির্ভর করে : স্বাস্থ্যের ডিজি

কুড়িগ্রাম প্রতিনিধি
জাতীয়
আন্তর্জাতিক রাজনীতির
আন্তর্জাতিক রাজনীতির
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম বলেছেন, টিকা সংগ্রহ ও পাওয়াটা আমাদের ইচ্ছার ওপর নির্ভর করে না। এটা টিকা নিয়ে আন্তর্জাতিক যে রাজনীতি; তার উপর নির্ভর করে। টিকা পাওয়া সাপেক্ষে আমরা দ্রুততম সময়ের মধ্যে সকলকে টিকার আওতায় আনবো। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর দেয়া হবে।


২৯ আগস্ট রবিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, উত্তরাঞ্চলের সবগুলো জেলায় চিকিৎসক সংকট রয়েছে। অতি শীঘ্রই আরো সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে এ সমস্যার সমাধান করা হবে।


তিনি বলেন, আমরা নতুন নিয়োগকৃত চিকিৎসকদের তাদের নিজ জেলায় পদায়নের চেষ্টা করবো। ৫০ বেডের যে সকল হাসপাতালে অপারেশনের সুযোগ রয়েছে, সেখানে এ্যানেস্থেশিয়ার চিকিৎসক দেয়া হবে।


এক প্রশ্নের জবাবে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দুর্নীতি সমূলে উৎপাটনের ঘোষণা দিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, এগুলো খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।


পরে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।


এসময় রংপুর মহাখালি স্বাস্থ্যবিভাগের পরিচালক ডা. মিজানুর রহমান, রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোতাহারুল ইসলাম, ঢাকাস্থ পরিচালক ডা. নাজমুল ইসলাম, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহীদুল্ল্যাহ লিংকনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52711
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ