হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু


দীর্ঘ ৩ মাস ১৫ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। ২ জানুয়ারি শনিবার বিকেল ৪টায় ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে পেঁয়াজের ট্রাক প্রবেশ করতে শুরু করেছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চত করেছেন। প্রতি মেট্রিকটন ২৫০ ডলার মূল্যে এসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ভারত সরকার গত ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজের অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এরপর গত কয়েক সপ্তাহ থেকে দেশটির অভ্যন্তরে পেঁয়াজের দাম অনেকটা নিয়ন্ত্রণে আসায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ১ জানুয়ারি থেকে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।
আরও পড়ুন: ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতীয় পেঁয়াজ
ভয়েস টিভি/এসএফ
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চত করেছেন। প্রতি মেট্রিকটন ২৫০ ডলার মূল্যে এসব পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ভারত সরকার গত ১৪ সেপ্টেম্বর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজের অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এরপর গত কয়েক সপ্তাহ থেকে দেশটির অভ্যন্তরে পেঁয়াজের দাম অনেকটা নিয়ন্ত্রণে আসায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ১ জানুয়ারি থেকে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।
আরও পড়ুন: ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতীয় পেঁয়াজ
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ