Printed on Fri May 14 2021 3:34:18 PM

শাপলা মিডিয়ার নতুন ছবিতে ভিন্ন রূপে আরেফিন শুভ

নিজস্ব প্রতিবেদক
বিনোদনভিডিও সংবাদ
আরেফিন শুভ
আরেফিন শুভ
এবার শাপলা মিডিয়ার নতুন ছবিতে ভিন্ন রূপে দেখা যাবে আরিফিন শুভ কে। দেশের খ্যাতনামা এ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন চলচ্চিত্র ‘নূর’ এ অভিনয় করবেন আরিফিন শুভ।

রায়হান রাফি পরিচালনায় ছবির ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে।

রোমান্টিক প্রেমের ছবিটির প্রযোজনায় থাকছেন শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান। তিনি জানান, রোজার ঈদের পর ছবির শুটিং শুরু হবে।

ছবির গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে৷বিগবাজেটের এই সিনেমায় আরেফিন শুভর সাথে চিত্র নায়িকা হিসবে কে থাকছেন তা অবশ্য জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান ।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র ভারত অংশের শুটিং শেষ করে কিছুদিন আগে দেশে ফিরেছেন শুভ। বাংলাদেশ অংশের শুটিং হবে আগামী সেপ্টেম্বরে। মাঝে রয়েছে চারটি মাস। এ চার মাস কী করবেন আরিফিন শুভ।

এ নিয়ে দর্শকদের যেমন আগ্রহ ছিলো ঠিক তেমনি ভক্তরা যখন অপেক্ষায় ছিলেন তার নতুন কাজের খবর শোনার জন্য। ঠিক তখনি প্রকাশ হলো ‘নূর’ চলচ্চিত্রের ফাস্ট লুক।

অসংখ্য ভক্ত ও দশকদের আগ্রহের আবসান হলো এ ছবির ঘোষণার মধ্য দিয়ে।

আরেফিন শুভ জানিয়েছেন, চমৎকার প্রেমের গল্প এ ছবিটির জন্য ৬ মাস আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। আপনারা আজ জানালেন। পেন্ডামিক সিচুয়েশান, আমার কোভিড আক্রান্ত হওয়াসহ নানা কারণে ছবির শুটিং শুরু করা সম্ভব হয়নি।

ছবির গল্প অনেক ভালো লাগবে সবার কাছে। তিনি উচ্ছ্বাস করেন এই চলচ্চিত্র নিয়ে।শাপলা মিডিয়ায় সাথে আরেফিন শুভ প্রথম সিনেমা সম্পকে ফেসবুকে নিজের আইডিতে ধন্যবাদ দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খানকে।

আরেফিন শুভ বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে। পরবর্তীতে কাজ করেন নাটকে। তিনি জাগো (২০১০) চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন।

ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, ঢাকা অ্যাটাক, সাপলুডু এর মতো জনপ্রিয় এবং ব্যবসা সফল উল্লেখযোগ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ।

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/43029
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ