Printed on Tue Aug 03 2021 9:45:29 AM

আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
সারাদেশ
আলমডাঙ্গায় বজ্রপাতে
আলমডাঙ্গায় বজ্রপাতে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে খাইরুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৯ জুন মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেরার ভোগাইল বগাদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত খাইরুল ইসলাম ওই গ্রামের শুকুর মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে মাঠে কাজ করছিল খাইরুল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতের কবলে পড়েন খাইরুল। এতে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মাঠের অন্য কৃষকরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়। একইসাথে বজ্রপাতে আরও এক কৃষক আহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ দাফনের জন্য প্রস্তুতি চলছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47723
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ