Printed on Mon Apr 12 2021 12:53:44 PM

‘মৎস্যকন্যা’ আলিয়া

বিনোদন ডেস্ক
বিনোদন
আলিয়া
আলিয়া
নীল জলের গভীরে সাঁতার কাটতে কাটতে পোজ দিয়েছেন আলিয়া ভাট। খোলা চুল এবং কমলা রঙা বিকিনি পরা ছবিটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘এই দিনটি ছিল জীবনের সেরা’। আলিয়ার এই ছবি দেখে আপ্লুত তার অনুরাগীরাও। অভিনেত্রীকে ‘মৎস্যকন্যা’ আখ্যাও দিয়েছেন অনেকে।

তবে সম্ভবত এই ছবিটি আলিয়ার পুরোনো ছবি। বন্ধুদের সঙ্গে মলদ্বীপে ঘুরতে গিয়ে এই একই বিকিনি পরে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। করোনাকালে গৃহবন্দি সময় কাটিয়ে হয়ত ফের ঘুরতে যাওয়ার ইচ্ছা অভিনেত্রীর মনে।

গত ১৫ মার্চ ২৮ এ পা রাখলেন আলিয়া। ‘মেন্টর’ কর্ণ জোহর অভিনেত্রীর জন্য একটি পার্টিরও বন্দোবস্ত করেছিলেন। প্রেমিক রণবীর কপুর সেখানে উপস্থিত না থাকতে পারলেও, ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে আনন্দে মেতেছিলেন আলিয়া।

একই দিনে মুক্তি পায় এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবিতে ‘সীতা’ হিসেবে তার প্রথম লুক। এই ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করবেন দক্ষিণী অভিনেতা রামচরণ এবং জুনিয়র এনটিআর। অজয় দেবগণকেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/39300
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ