Printed on Tue May 18 2021 12:48:54 AM

অভিনেত্রী আলিয়া ভাটের ডাকনাম ‘আলু’

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
আলিয়া ভাটের
আলিয়া ভাটের
অল্প সময়ে অভিনেত্রী আলিয়া ভাটের খ্যাতি অনেক উচ্চতায় পৌঁছেছেন বরেন বলিউড ভক্তরা। ফিটনেস ও ফ্যাশন আইকন হিসেবেও উঠে আসে তার নাম। এই মুহূর্তে দীপিকা পাড়ুকোনের পর সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেত্রী আলিয়া।

ছোটবেলায় খেতে ভীষণ ভালবাসতেন আলিয়া। তার প্রভাব পড়েছিলো নায়িকার শরীরে। স্কুলে থাকতে সবাই তাকে ‘মোটু মোটু’ বলে সম্ভোধন করতো। শুধু তাই নয়, আলিয়ার ডাকনাম দিয়েছিলো আলু। অথচ এখন সেই আলিয়াই ভারতের ফিটনেস আইকনদের মধ্যে অন্যতম।

আলিয়া এখন নিয়ম করে ইয়োগা করেন। ‘সূর্য নমস্কার’ দিয়ে শুরু হয় তার দিন। একসময়ের পেটুক আলিয়া ফল আর খুব সামান্য তেলে রান্না করা সবজি খান। তার সকালটা শুরু হয় লেবুপানি আর গ্রিন টি দিয়ে। জীবন থেকে চিনিকে বিদায় দিয়েছেন।

এভাবেই স্বাস্থ্যকর জীবনযাপন, পরিশ্রম আর সু–অভিনয় দিয়ে সফলতার পথে একের পর এক নিজের বিজয়কেতন ওড়াচ্ছেন আলিয়া। শোনা যাচ্ছে, চলতি বছরই প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী। সব মিলিয়ে দুর্দান্ত বছর পার করতে চলেছেন তিনি।

আরও পড়ুন : ফিটনেস পরীক্ষা দেবেন ১১৩ ক্রিকেটার

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38729
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ