Printed on Mon Apr 12 2021 12:02:09 PM

আসছে ঈদেই মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’ সিনেমা

ভয়েস টিভি রিপোর্ট
বিনোদনভিডিও সংবাদ
আসছে ঈদেই
আসছে ঈদেই
অবশেষে আসছে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে বিগ বাজেটের সিনেমা ‘বিদ্রোহী’। সিনেমাটির পরিচালক ও শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান নিজেই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে উৎসর্গকৃত ‘বিদ্রোহী’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলি।

সিনেমাটি গত বছর ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। অর্ধশতাধিক সিনেমা হলে বুকিংও হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে হল বন্ধ থাকায় কোনো সিনেমাই মুক্তি পায়নি।

আসছে ঈদেই

শুরুতে সিনেমাটির নাম ছিল 'একটু প্রেম দরকার'। পরে গল্পের প্রয়োজনে নামটি পরিবর্তন করে রাখা হয় 'বিদ্রোহী'।

২০১৮ সালে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নামে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর তিনবার নাম পরিবর্তন করে ‘কালপ্রিট’, ‘একটু প্রেম দরকার’ ও ‘ক্রিমিনাল’ রাখা হয়। সর্বশেষ ‘বিদ্রোহী’ নামেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায়।

আসছে ঈদেই

শাহীন খান এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি পরিবেশনায় থাকছে শাপলা মিডিয়া। সিনেমাটির চিত্রনাঢ্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

শাকিব ও বুবলি ছাড়াও এতে অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলমসহ অনেকে।

আসছে ঈদেই

সিনেমাটির পরিচালক মোঃ সেলিম খান ও প্রযোজক মোঃ শাহীন খান বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বিদ্রোহী’ সিনেমাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছি। আসছে ঈদুল ফিতরে ছবিটি দেশের সিনেমা হলগুলোতে মুক্তি দেয়া হবে।

সিনেমাটি নিয়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া জেগেছে।

আরও পড়ুন : আসন্ন বাজেট সম্ভাব্য ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/39525
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ