আসছে বছর আবার বিয়ে হবে নুসরাতের!


সোশ্যাল মিডিয়ায় ট্রল হওয়াটা যেন নুসরাতের কাছে ডালভাত হয়ে গেছে। ইনস্টাগ্রাম বা ফেসবুকে নুসরাত কিছু আপলোড করলেই নেটিজেনরা একেবারে মুখিয়েই থাকেন অভিনেত্রীকে কটাক্ষ করার জন্য। এবারও ঠিক এমনই ঘটল। দশমীর দিন ‘আসছে বছর আবার হবে’ নামে এক ভিডিও আপলোড করায় নুসরাতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হল নানা ব্যঙ্গ!
নুসরাত যে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেখানে দেখা গেছে, পরনে লাল শাড়ি, মাথায় বেল ফুলের মালা, গায়ে সোনালি অলংঙ্কার। মাথায় লাল টিপ, সিঁথিতে সিঁদুর। এই ভিডিও পোস্ট করে নুসরাত লিখলেন, আসছে বছর আবার হবে!
নুসরাতের এই ভিডিও দেখার পর হইচই পড়ে গেল গোটা সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে নুসরতকে কটাক্ষ করে নেটিজেনরা লিখতে শুরু করলেন নানা কথা। কেউ কেউ লিখলেন, আসছে বছর আবার বিয়ে হবে! কেউ আবার লিখলেন, নুসরত আবার সিঁদুর পরেছেন!
তবে এসব নিয়ে এবারও মুখ খোলেননি নুসরাত। বরং নেটিজেনদের কটাক্ষকে এড়িয়ে চলতেই ভালবাসেন নুসরাত জাহান।
যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন নুসরাত জাহান। যশের জন্মদিনের কেকে নুসরাত স্পষ্টই লিখে দিয়েছিলেন হাজব্যান্ড ও সন্তানের বাবা যশ! তারপর থেকেই যেন নেটিজেনরা আরও বেশি করে শুরু করে দিলেন যশরত চর্চা
ভয়েস টিভি/এসএফ
নুসরাত যে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেখানে দেখা গেছে, পরনে লাল শাড়ি, মাথায় বেল ফুলের মালা, গায়ে সোনালি অলংঙ্কার। মাথায় লাল টিপ, সিঁথিতে সিঁদুর। এই ভিডিও পোস্ট করে নুসরাত লিখলেন, আসছে বছর আবার হবে!
নুসরাতের এই ভিডিও দেখার পর হইচই পড়ে গেল গোটা সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে নুসরতকে কটাক্ষ করে নেটিজেনরা লিখতে শুরু করলেন নানা কথা। কেউ কেউ লিখলেন, আসছে বছর আবার বিয়ে হবে! কেউ আবার লিখলেন, নুসরত আবার সিঁদুর পরেছেন!

তবে এসব নিয়ে এবারও মুখ খোলেননি নুসরাত। বরং নেটিজেনদের কটাক্ষকে এড়িয়ে চলতেই ভালবাসেন নুসরাত জাহান।
যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছেন নুসরাত জাহান। যশের জন্মদিনের কেকে নুসরাত স্পষ্টই লিখে দিয়েছিলেন হাজব্যান্ড ও সন্তানের বাবা যশ! তারপর থেকেই যেন নেটিজেনরা আরও বেশি করে শুরু করে দিলেন যশরত চর্চা
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ