Printed on Tue Jun 06 2023 10:39:15 AM

ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক
খেলার খবর
ইংল্যান্ড সফরে থাকা
ইংল্যান্ড সফরে থাকা
ইংল্যান্ড সফরে থাকা ভারতের দুজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের একজন কোভিড-১৯ থেকে এখন পুরোপুরি সুস্থ। অন্য ক্রিকেটার এখনো করোনাভাইরাস বইয়ে বেড়াচ্ছেন শরীরে। তিনি ঋষভ পান্ত।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ছুটি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এই সুযোগে ঋষভ পান্ত লন্ডনের ওয়েম্বলিতে গিয়েছিলেন ইউরোর খেলা দেখতে। সেখান থেকেই করোনায় আক্রান্ত হন তিনি।

আট দিন আগে থেকেই আইসোলেশনে রয়েছেন। তবে তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই।

বর্তমানে তিনি এক আত্মীয়ের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ফলে দলের সঙ্গে ডারহামে যাচ্ছেন না তিনি। সেখানেই হবে টেস্ট লড়াই।

ভয়েস টিভি/আইএ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/48972
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ