Printed on Tue Jun 06 2023 9:34:29 AM

ইউক্রেনে বন্ধ হলো ‘গুগল ম্যাপ’

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বপ্রযুক্তি
ইউক্রেনে
ইউক্রেনে
চার দিন ধরে ইউক্রেনজুড়ে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। রাশিয়া-ইউক্রেনের এ হামলার পঞ্চম দিন আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি)।

এই হামলার রুশসেনাদের বিভ্রান্ত করতে রাস্তা থেকে ‘দিক-নির্দেশক’ সংক্রান্ত সব ধরনের বোর্ড সরিয়ে ফেলেছে ইউক্রেন। এ প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভের দিকে রুশ সেনাবহরের অগ্রসরতায় লাগাম টানতে এবার রাস্তা থেকে ‘দিক-নির্দেশক’ সংক্রান্ত সব ধরনের বোর্ড সরিয়ে ফেলে ইউক্রেন। এ ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ।

এদিকে, গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনে জনসাধারণের জীবনের নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/68048
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ