Printed on Sat Apr 01 2023 11:34:31 AM

এক ইলিশের দাম ৪ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
ইলিশের দাম
ইলিশের দাম
এক ইলিশ পৌনে দুই কেজি। পটুয়াখালীর পায়রা নদী থেকে ধরা এ মাছ বিকেল বেলায় শহরের নিউ মার্কেটের মাছের বাজারে তোলা হয় মঙ্গলবার দুপুরে। দাম হাঁকা হয়েছে ৪ হাজার ২৫ টাকা। এই টাকায় পটুয়াখালীর বাজার থেকে সাড়ে চার মণ ধান কেনা যায়। তাই বোধহয় বুধবার বিকেল সোয়া ৫টায়ও বিক্রি হয়নি এ মাছ।

পায়রা থেকে ধরার পর জেলে ইলিশটিকে বিক্রি করেছিলেন স্থানীয় আড়তে। সেখান থেকে চড়া দাম দিয়েই মাছটি কিনে আনেন নিউ মার্কেটের মাছ ব্যবসায়ী মো. হারুন অর রশিদ মৃধা (৫৭)। কেজিপ্রতি দুই হাজার ৩০০ টাকা হিসেবে পৌনে দুই কেজি ওজনের মাছটির দাম হাঁকা হয় ৪ হাজার ২৫ টাকা। পটুয়াখালীর দক্ষিণ উপকূলের বাজারে এক মণ দামের দাম এখন ৯০০ টাকা।

স্থানীয় কৃষক কবির হোসেন বলছেন, ৪ হাজার ২৫ টাকা দিয়ে সাড়ে ৪ মণের মতো ধান কেনা যায়। মাছ দেখে মন ভরলেও দামে তো কুলায় না।

মাছ ব্যবসায়ী মো. হারুন অর রশিদ মৃধা জানান, পায়রা নদীর মাছ সুস্বাদু। তাই অন্য কোনো নদী কিংবা সাগরের চেয়ে পায়রার ইলিশের দাম একটু বেশিই হয়ে থাকে। তা ছাড়া এত বড় সাইজের ইলিশ সাধারণত ধরাও পড়ে না। ভোজনরসিক ক্রেতাদের কাছে এমন মাছের কদরই আলাদা।

আরও পড়ুন : একটু পরেই খুলছে পায়রার দ্বার(Opens in a new browser tab)

ভয়েসটিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/59984
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ