Printed on Mon Dec 06 2021 3:05:17 AM

ইসির মূল সমস্যা মাহবুব সাহেব নিজেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
ইসির মূল সমস্যা
ইসির মূল সমস্যা
কতিপয় জটিল অসুখে আক্রান্ত, নির্বাচন কমিশন। তাকে বাঁচাতে মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে,’ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘অবাক লাগে, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন; তাতে মনে হয় ইসি নয়- তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যাই হচ্ছেন তিনি নিজেই।’

রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ১৯ নং ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন : বর্তমান নির্বাচন কমিশনে জনগণের আস্থা নেই এ কথা বলা যাবে না : সিইসি

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন ঘুম থেকে উঠেই আন্দোলনের ডাক দেন। এ প্রসঙ্গ দাবি করে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘অথচ বিএনপি আমাদের চেয়ে এই দেশে ছয়ঘণ্টা পিছিয়ে আছে। কারণ আমাদের নেত্রী ঘুম থেকে ওঠেন ভোর ৫টায়। আর দুপুর ১২টার আগে বিএনপির কোন লোককে খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যার সময় নয়, গভীর রাতে বিবৃতি দেয় এই পার্টি। আসলে এরা অন্ধকারের পার্টি; অন্ধকারে কাজ করতে তাদের ভালো লাগে।’

এখন বিএনপিতে সানাই বাজছে বিচ্ছেদের দাবি করে কাদের বলেন, ‘একে একে নেতারা দল ছেড়ে চলে যাচ্ছে। তাদের ২০ দলীয় জোটেও দেখা দিয়েছে ভাঙনের সুর। কাজেই বিএনপি নিজেরাই বিভক্ত হয়ে যাচ্ছে ক্রমে। এখন শুনছি কেন্দ্রীয় সম্মেলন না করে ঘরে বসেই কমিটি করবে। সম্মেলন নাই এ দলে। নিজেদের ঘরেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কী করে করবে?’

উক্ত সম্মেলনের উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কতগুলো অভিযোগ আসে। চাঁদাবাজ, ভূমিদস্যূ, চিহ্নিত মাদক, দাগী সন্ত্রাসী, ব্যবসায়ী। এই ধরনের বিতর্কিত, অপকর্মকারীদের দলে আপনারা কোনোভাবেই ঠাঁই দেবেন না। নিজেদের দলে লোক বাড়ানোর জন্য খারাপ লোকদের টেনে আনবেন না। খারাপ লোকেরা হল বসন্তের কোকিল। দুঃসময়ে এদের হাজার পাওয়ারের বাতি দিয়েও খুঁজে পাবেন না। দুঃসময়ে খাঁটি এবং ত্যাগীরাই মাঠে থাকবেন। ভালো মানুষরা যতই আওয়ামী লীগে আসবে আমরা ততই শক্তিশালী হয়ে ওঠবো।

ভয়েস টিভি/এমএম
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/55529
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ