ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার


পৌরসভা নির্বাচনে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনকে দল থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
২৮ জানুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান ঈশ্বরগঞ্জ পৌরসভা মেয়র নির্বাচনে বারবার পরামর্শ ও সতর্ক করা সত্ত্বেও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ভুমিকা পালন করায় দল এ সিদ্ধান্ত নেয়। এ ঘোষণার পর থেকে তিনি আর আওয়ামী লীগের কেউ নন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ২৬ জানুয়ারি পৌর নির্বাচনের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন ও বজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।
ভয়েস টিভি/এসএফ
২৮ জানুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান ঈশ্বরগঞ্জ পৌরসভা মেয়র নির্বাচনে বারবার পরামর্শ ও সতর্ক করা সত্ত্বেও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ভুমিকা পালন করায় দল এ সিদ্ধান্ত নেয়। এ ঘোষণার পর থেকে তিনি আর আওয়ামী লীগের কেউ নন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ২৬ জানুয়ারি পৌর নির্বাচনের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন ও বজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ