Printed on Sun Jun 20 2021 1:12:42 PM

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ

পাবনা প্রতিনিধি
সারাদেশ
উপবৃত্তির চেক
উপবৃত্তির চেক
পাবনার ঈশ্বরদীতে অনগ্রসর জাতিগোষ্ঠীর দুই মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ২৯ নভেম্বর রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যবস্থাপনায় তাদের এ চেক বিতরণ করা হয়।

সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, হরিজন অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক খোন্দকার মাহাবুবুল হক দুদু প্রমুখ।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিটি পরিবারের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা, ঝোড়ে পড়ার হার কমানো, বাল্যবিয়ে ও যৌতুকপ্রথা বন্ধে সরকারি উদ্যোগে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় চলতি অর্থবছরে অনগ্রসর জনগোষ্ঠীর এ দুজনসহ মোট ২১ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন : ভাস্কর্য আর মূর্তি ‘এক নয়’

সমাজসেবা অফিসার খোন্দকার মাসুদ রানা জানান, এক বছরের এককালীন হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে নয় হাজার ৬০০ টাকার চেক দেয়া হয়েছে। স্কুলে নিয়মিত থাকলে মাধ্যমিক পর্যন্ত প্রতি বছর তারা এই উপবৃত্তি পাবে।

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/25781
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ