Printed on Sat Apr 01 2023 11:38:09 AM

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৬ জনের মৃত্যু, পাবনার বাড়িতে চলছে শোকের মাতম

পাবনা প্রতিনিধি
সারাদেশ
একই
একই
পাবনার মেয়ে আমেরিকা প্রবাসী আইরিন ইসলাম স্বামী, সন্তান ও মাসহ গুলিবৃদ্ধ হয়ে নিহত হওয়ায় তার গ্রামের বাড়ি পাবনার শহরতলীর দোহার পাড়ায় চলছে শোকের মাতম।

৫ এপ্রিল সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের এলেন সিটির এক বাড়ি থেকে একই পরিবারের ৬ সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে সে দেশের পুলিশ।

নিহতরা হলেন, পাবনার দোহার পাড়ার মৃত আবুল মোসলেম শেখের স্ত্রী আলতাফুন নেসা (৭৭), তার মেয়ে আইরিন ইসলাম (৫৫), তার স্বামী তোওহিদুল ইসলাম (৫৬), মেয়ে পারভিন তোওহিদ (১৯), জমজ দুই ছেলে তানভীর তৌহিদ (২১) ও ফারহান তৌহিদ (১৯)।

সে দেশের পুলিশ এ মর্মান্তিক মৃত্যুর জন্য তাদের দুই ছেলেকে দায়ী করছেন।

৬ এপ্রিল মঙ্গলবার সকালে স্বজনদের মৃত্যুর সংবাদে পাবনার বাড়িতে শুরু হয়েছে শোকের মাতম।

নিহতের স্বজনরা জানান, ছোটবেলা থেকেই মেধাবী ফারহান, তানভীর। পরিবারেও নেই তেমন কোন সংকট। হতাশার কারণে পরিবারের সবাইকে হত্যা করে তারা আত্মহত্যা করেছে এমন কথা মানতে পারছেন না কেউ।

আকস্মিক এ মৃত্যুর খবরে সকাল থেকেই বাড়িতে ভীড় জমিয়েছেন স্বজন-প্রতিবেশীরা। তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। এমন মৃত্যুকে রহস্যজনক বলে সুষ্ঠু তদন্তও দাবি করেছেন তারা।

নিহত আলতাফুন নেসার বড় ছেলে ও আইরিন ইসলামের ভাই আরিফুর রহমান আলফা জানান, আমার বোন কেবল তার পরিবারই নয়, আমাদেরও সবকিছু দেখভাল করতো। তার নিজের সংসারে কখনোই অশান্তি ছিলো না। ছেলে মেয়েরাও প্রতিভাবান, মেধাবী ও ভদ্র। তারা বাবা মায়ের পাশাপাশি সেখানে বেড়াতে যাওয়া তাদের নানীরও (আমার মা) যত্ন নিত। এমন ছেলেরা বাড়ির সবাইকে হত্যা করেছে তা কিছুতেই বিশ্বাস করতে পারছি না।

নিহত আলতাফুন নেসার ছোট ছেলে আবুল কালাম আজাদ হিরণ বলেন, মা প্রায় দুই বছর আগে আমেরিকায় বোনের বাড়িতে গিয়েছেন। করোনার কারণে আটকে গিয়েছিলেন। গত ১ এপ্রিল তার দেশে ফেরার কথা ছিল কিন্তু যার সঙ্গে আসার কথা ছিল তিনি আসতে না পারায় ৭ এপ্রিল তার পাবনায় (বাড়ি) ফেরার কথা ছিলো। পরিবারের সবাই মিলে মাকে বিদায় জানাতে টেক্সাস ইউনিভার্সিটি থেকে আমার ভাগ্নি পারভিনকেও নিয়ে এসেছিল। কে জানত তাদের এমন মৃত্যু হবে।

হিরণ আরও বলেন, বাংলাদেশ সরকারের নিকট আমার অনুরোধ বিষয়টি যেন সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করা হয়।

পারিবারিক সূত্র জানান, প্রায় ২৫ বছর আগে পুরান ঢাকার তওহিদুল ইসলামের সঙ্গে পাবনা শহরতলীর দোহারপাড়ার মেয়ে আইরিন ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমেরিকা প্রবাসী এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ছিল সুখী পরিবার। দু’বছর আগে পাবনা থেকে মা আলতাফুন নেসাকে ডালাসে নিয়ে যান মেয়ে আইরিন।

স্বজনরা আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41128
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ