Printed on Wed Aug 10 2022 5:48:34 PM

একই দিনে বিসিএসসহ ১৩ চাকরির পরীক্ষা, বিপাকে পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
বিসিএস
বিসিএস
একই দিনে ৪৩তম বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণায় বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। ২৯ অক্টোবর শুক্রবার এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র হওয়ায় অনেক চাকরিপ্রার্থী অন্য পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

শুধুমাত্র ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতেই আবেদন করেছেন দেশব্যাপী ৪ লাখের বেশি চাকরিপ্রার্থী। এদের একটা বড় অংশই আবেদন করেছেন অন্যান্য পরীক্ষাগুলোর জন্যও। এভাবে একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা।

জানা গেছে, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল দেশের ৮ বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর বাকি অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নেয়া হবে ঢাকায়। এগুলোর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হবে সকালের মধ্যেই। বাকি অন্যান্য পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দিনজুড়ে বিভিন্ন সময়ে।

আগামীকাল শুক্রবার যে ১৩টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো- ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বিআরটিএ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

চাকরিপ্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, একই দিনে এতগুলো পরীক্ষা নিয়ে চাকরিপ্রার্থীদের ভোগান্তিতে ফেলা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকলে আমাদের এ ভোগান্তিতে পড়তে হতো না। পর্যাপ্ত প্রস্তুতি থাকলেও একই সময়ে পরীক্ষা পড়ার কারণে আমার মতো অনেকেই গুরুত্বপূর্ণ এসব চাকরির পরীক্ষায় বসতেই পারবে না।

ভয়েস টিভি/ এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/57086
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ