Printed on Sun Jun 26 2022 8:47:11 PM

আইটেম গানে কোন অভিনেত্রী কত নেন

বিনোদন ডেস্ক
বিনোদনভিডিও সংবাদ
এক আইটেম
এক আইটেম
‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির একটা আইটেম গান ভারতজুড়ে ঝড় তুলেছে। ভক্তরা মেতেছেন ‘ও আন্তবা’ গানের তালে। গানটিতে অংশগ্রহণ করে নিজেকে ছাড়িয়ে গেছেন দক্ষিণি ‘হার্টথ্রব’ সামান্থা। আর এই গানে অংশগ্রহণের জন্য আকাশছোঁয়া দর হেঁকেছিলেন এই নায়িকা। সামান্থা এই গানে নেচে নিয়েছেন পাঁচ কোটি রুপি! বলিউডে একঝাঁক অভিনেত্রী আছেন, যাঁরা আইটেম গানে অংশগ্রহণ করেন। তাঁরা গানপ্রতি কত নেন? দেখে নেওয়া যাক।নোরা ফতেহি
মরক্কো নিবাসী নোরা ফতেহি। কানাডার নাগরিকত্ব রয়েছে তার। বলিউড ছবিতে আইটেম সং-এর পাশাপাশি রিয়্যালিটি শো-তে দেখা গেছে তাঁকে।

নোরা ফতেহি একাধিক হিট আইটেম গান উপহার দিয়েছেন। তাঁর নাচের তালে মাত বলিউড দর্শক। এই বলিউড অভিনেত্রী একটা গানের জন্য ৫০ লাখ রুপি নেন।সানি লিওন
পর্ন ছবির মাধ্যমে কর্মজগতে যাত্রা শুরু করেন সানি লিওন। ভারতে টেলিভিশন শো বিগ বসের মাধ্যমে ২০১১ সালে মুম্বাই ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু হয় তার। জিসম ২-ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়। এরপর রাগিনি এমএমএস-২ সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।

‘রইস’ ছবিতে ‘লায়লা ও লায়লা’ গানের সঙ্গে সানি লিওনের নাচ রীতিমতো আগুন ঝরিয়েছিল। এই অভিনেত্রী যে গানে থাকেন, তা সাধারণত হিট হয়ে থাকে। তাই সানির পারিশ্রমিক একটু বেশি। এই তারকা একটা গানের জন্য ৩ কোটি রুপি নেন।ক্যাটরিনা
ব্রিটিশ ভারতীয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডে বার্বি ডল নামে পরিচিত। নিজের রূপের জাদুতে গত দু-দশক ধরে আপামর ভারতীয় মন জয় করেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে নাচের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জওয়ানি’ গানের সঙ্গে তাঁর নাচ সমালোচকদের মুখ বন্ধ করে দেয়। কোনো গানে নাচার জন্য ক্যাটরিনা ৫০ লাখ রুপি দাবি করেন।জ্যাকুলিন ফার্নান্দেজ
বলিউডের আইটেম গানে বিশ্বজুড়ে ঝড় তোলা আরেকজন হলেন শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন। তিনি ২০০৬ সালে মিস শ্রীলঙ্কান ইউনিভার্স হয়েছেন। ২০০৯ সালে সুজয় ঘোষের ছবি ‘আলাদিন’ দিয়ে বলিউডে পথ চলা শুরু করেন তিনি। গত এক দশকে বলিউডের পছন্দের নায়িকা জ্যাকুলিন।

জ্যাকুলিনের নাচ সব সময়ই উষ্ণতা ছড়ায়। বেশ কয়েক মাস আগে বাদশাহর মিউজিক ভিডিও ‘গেন্দা ফুল’, ‘পানি পানি’ গানের সঙ্গে তাঁর নাচ অনলাইনে ঝড় তুলেছিল। এই বলিউড তারকা একটা গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন।চিত্রাঙ্গদা সিং
ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। আইটেম গানে নাচেন বলিউড এই অভিনেত্রী। তিনি ইয়ে সালি জিন্দেগী, হাজারো খোয়াইশে অ্যায়সি, দেশি বয়েজ, ইনকার, আই, মি অউর ম্যায় এবং বাজার এর মতো ছবিতে অভিনয় করেছেন। তিনি একটা আইটেম গানের জন্য ৫০ থেকে ৬০ লাখ রুপি দাবি করেন।মালাইকা
ভারতীয় মডেল ও অভিনেত্রী মালাইকা অরোরা। ভারতে এমটিভি চালু হবার পর তিনি ছিলেন চ্যানেলটির সবচেয়ে জনপ্রিয় ভিডিও জকি। তিনি দ্রুত ভারতে একজন আকর্ষনীয় মডেল ও উপস্থাপিকায় পরিনত হন।

বলিউডের আইটেম গানে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এখনো সবার মনে তাজা- ‘দিল সে’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ‘চল ছাঁইয়া’ গানের সঙ্গে মালাইকার নাচ। বেশ কয়েকটি সুপারহিট আইটেম সং উপহার দিয়েছেন তিনি। একটি আইটেম গানের জন্যে মালাইকা নেন ১ কোটি রুপি।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/66623
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ