১৪ এপ্রিল থেকে বন্ধ হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট


আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। ফলে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধের পরিকল্পনা করছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান রোববার গণমাধ্যমকে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।’
‘কঠোর লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকবে বলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে সমস্যা হবে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর ফলে দেখা যাবে যাত্রীরা হয়তো তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না।’
এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের লকডাউন চলাকালে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক।
তবে চলমান প্রথম দফা লকডাউন শেষে ও দ্বিতীয় দফা লকডাউন শুরুর মধ্যবর্তী সময়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হবে কি না তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।
‘আজকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে বিষয়টি জানানো সম্ভব হবে,’ যোগ করেন এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান।
গত বছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে বাংলাদেশ থেকে সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল।
ভয়েস টিভি/এসএফ
সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান রোববার গণমাধ্যমকে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।’
‘কঠোর লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকবে বলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে সমস্যা হবে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর ফলে দেখা যাবে যাত্রীরা হয়তো তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না।’
এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের লকডাউন চলাকালে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক।
তবে চলমান প্রথম দফা লকডাউন শেষে ও দ্বিতীয় দফা লকডাউন শুরুর মধ্যবর্তী সময়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হবে কি না তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।
‘আজকে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে বিষয়টি জানানো সম্ভব হবে,’ যোগ করেন এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান।
গত বছর মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে বাংলাদেশ থেকে সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ