Printed on Tue Jun 06 2023 10:21:21 AM

এবার রামপুরায় ‘গ্যাসের পাইপলাইন থেকে বিস্ফোরণ’

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
এবার রামপুরায়
এবার রামপুরায়
রাজধানীর রামপুরা টিভি সেন্টারের উল্টোদিকে মোল্লা টাওয়ারের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ২৮ জুন সোমবার সকাল ৬টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে।

সোমবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার এসব তথ্য জানান।

রাসেল শিকদার বলেন, ‘হাতিরঝিলের ৫৬৬ নম্বর ভিআইপি রোডে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তারপর আগুন নেভানো হয়।’

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং কিছু বাড়ির কাঁচ ভেঙে পড়ে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২৭ জুন রোববার সন্ধ্যায় মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। তাছাড়া এই ঘটনায় একটি ভবনের নীচতলার একাংশ উড়ে গিয়েছে।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/47648
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ