Printed on Wed Aug 10 2022 6:24:05 PM

এবার সঞ্চালনায় নুসরাত

বিনোদন ডেস্ক
বিনোদন
নুসরাত
নুসরাত
ঈশান জন্মানোর পরে সাকুল্যে কয়েক দিন মাত্র বিশ্রামে ছিলেন। তার পরেই ফোটোশুট, অনুষ্ঠানে যাওয়া, ছবির শুট এবং নতুন ধরনের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। বেসরকারি একটি এফএম চ্যানেলের জন্য নতুন শো ‘ইশক উইথ নুসরত’ সঞ্চালনা করবেন অভিনেত্রী।

আগামী ১৫ নভেম্বর থেকে ওই চ্যানেলের ইউটিউব প্ল্যাটফর্মে দেখা যাবে সেই শো। নুসরাতের ইনস্টা-স্টোরিতে রয়েছে শোয়ের ঝলক। সেখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে। শোয়ের জন্য সদ্য শুট করলেন তনুশ্রী চক্রবর্তীও।

একই চ্যানেলের জন্য হিন্দিতে শো করেছিলেন কারিনা কপূর খান। ক্যারিয়ার থেকে মাতৃত্ব, আধুনিক নারীর প্রেম থেকে বিবাহ পরবর্তী সমস্যা... কারিনার শোয়ে উঠে আসত নানা প্রসঙ্গ।

নুসরাত কোন কোন বিষয় দর্শককে উপহার দেন, নজর থাকবে সে দিকে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/57899
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ