Printed on Tue May 18 2021 2:41:45 AM

ময়মনসিংহে শুরু হচ্ছে ১০০ বলের এমপিএল

ময়মনসিংহ প্রতিনিধি
খেলার খবর
এমপিএল
এমপিএল
ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসােসিয়েশন (এমএমসিএ) আয়োজিত টুর্নামেন্টের প্রতি ম্যাচ হবে ১০০ বলের।

২০ ডিসেম্বর রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক কমিটি। সোমবার সকাল ৯টার দিকে নগরের সার্কিট হাউস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি টুর্নামেন্টে খেলছেন জাতীয় ক্রিকেট তারকারাও এতে অংশ নেবেন। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্যে ঘোষিত স্কোয়াডে থাকায় ময়মনসিংহের দুই পোস্টার বয় মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত খেলতে পারছেন না এই আসরে। তাদের পরিবর্তে দলে সাব্বির রহমান ও সৈকত আলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা সানোয়ার হোসেন বলেন, ময়মনসিংহের ক্রিকেটকে আবারও নতুন করে পুনরুজ্জীবিত করাই হচ্ছে এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় যুব বিশ্বকাপ বিজয়ী ও জাতীয় দলের কিছু খেলোয়াড় আমরা পাচ্ছি। আশা করছি সবার সহযোগিতায় জমজমাট একটি আসর আমরা ময়মনসিংহবাসীকে উপহার দিতে পারবো।

এ সময় ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমএমসিএ) সভাপতি ও টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা শ্রী দিলিপ পান্ডে, কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, আনােয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব আতাউর রহমান ভিব ও মিডিয়া কমিটির চেয়ারম্যান অ্যাড. ফারমার্স আল নূর রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঁচদিনের এ আসরে ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। 'এ' গ্রুপে আছে ময়মনসিংহ টাইগারস, ময়মনসিংহ থান্ডারস, ময়মনসিংহ সিক্সারস। 'বি' গ্রুপে লড়বে ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ইগলস।

গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে খেলা হবে। সকাল পৌনে ১০টা ও দুপুর সােয়া ১টায় শুরু হবে খেলা। গ্রুপ পর্বের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে এমপিএল-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ফাইনাল হবে ২৫ ডিসেম্বর।

আইকনরা কে কোন দলে খেলবেন-
সৈকত আলী ও ইলিয়াস সানি খেলবেন ময়মনসিংহ ঈগলসে। সাব্বির রহমান ও পারভেজ হােসেন ইমন ময়মনসিংহ রাইডার্সে, নাসির হােসেন আজমির আহমেদ ও তানজিন হাসান তামিম ময়মনসিংহ সিক্সার্সে, শুভাগত হােম ও তৌহিদ হৃদয় ময়মসিংহ থান্ডার্সে, মােহাম্মদ আশরাফুল ও রাকিবুল হাসান ময়মনিসংহ টাইগার্সে, আকবর আলী ও আরাফাত সানি ময়মনসিংহ ওয়ারিয়র্সে খেলবেন।

আরও পড়ুন : মিয়ানমারে শাসকদলের এমপিকে গুলি করে হত্যা

ভয়েস টিভি/এমএইচ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/28915
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ