বরিশালে শিক্ষার্থীদের ওপর হামলা, নোয়াখালীতে প্রতিবাদ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যৎ জাতির কর্ণধার। একটি জাতিকে পিছিয়ে দিতে, জাতিকে বিলীন করে দিতে কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তা আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দেখেছি। মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার সময় শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
শিক্ষার্থীদের ওপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা ধিক্কার জানাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা সর্বপ্রথম যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং যারা শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় সারাদেশের সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে।
ভয়েস টিভি/এসএফ
১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যৎ জাতির কর্ণধার। একটি জাতিকে পিছিয়ে দিতে, জাতিকে বিলীন করে দিতে কীভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তা আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দেখেছি। মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার সময় শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
শিক্ষার্থীদের ওপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা ধিক্কার জানাচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা সর্বপ্রথম যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং যারা শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় সারাদেশের সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে।
ভয়েস টিভি/এসএফ
সর্বশেষ সংবাদ