কক্সবাজারে শান্ত খান-সালওয়ার রোমান্স


কক্সবাজারে শুরু হয়েছে তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিং। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধলেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শান্ত খান এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-১৮ তারকা নিশাত নাওয়ার সালওয়া। গত সাতদিন ধরে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সিনেমাটির রোমান্স ও অ্যাকশনের শুটিং চলছে।
পরিচালক শামীম আহমেদ রনি জানান, কক্সবাজারে গত ১৩ মার্চ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। রোববার থেকে পুরোদমে চলছে দৃশ্যধারণ। এখানেই টানা শুটিং চলবে।
তিনি আরও জানান, ‘বুবুজান’ ছবির প্রেক্ষাপট নারী নির্যাতন। দেশে প্রতিদিন কোথাও না কোথাও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ ঘটছে। এই অপরাধ নিয়েই মূলত গল্প হবে। তবে গল্পের সূত্রধর হবে ভাইবোন। তাদের কেন্দ্র করে সবকিছু ঘটবে।
শাপলা মিডিয়া ব্যানারে নির্মিত ‘বুবুজান’ সিনেমায় নাম ভূমিকা দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
নতুন সিনেমা প্রসঙ্গে সুপারস্টার শান্ত খান বলেন, আমার এবং সালওয়া’র চরিত্র দু’টি খুবই চমৎকার। আমার চরিত্র নাম শিহাব। নিজের অভিনয় ফুটিয়ে তোলার অনেক সুযোগ আছে। চেষ্টা করে যাচ্ছি দর্শক সিনেমাটি উপভোগ করবেন সেই প্রত্যাশা নিয়ে।
কক্সবাজারে গান ও কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে বলেও জানান ঢালিউডের এই নায়ক।
চলচ্চিত্রটি নিয়ে আশা প্রকাশ করে নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। তিনি জানান, খুব চমৎকার গল্পের সিনেমা ‘বুবুজান’। গোছানো একটি টিম। আমার চরিত্রটি ভালো এখন শুধু মন প্রাণ উজাড় করে অভিনয়টা পরিচালক রনি ভাই যেভাবে চায়, সেভাবে করতে চাই।
কক্সবাজারে শুটিংয়ের বিষয়ে সালওয়া বলেন, রোমান্টিক গান ও কয়েকটি দৃশ্যের শুটিং করেছি। গানটি দ্বৈতভাবে গেয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন হাবিব। আউটডোরে শুটিং করতে অনেকটা বেগ পোহাতে হয়েছে। গায়ের রঙ কিছু কালো হয়ে গেছে। তবে কাজটা ঠিকভাবে হয়েছে বলে ভালো লাগছে।
ভয়েসটিভি/এএস
পরিচালক শামীম আহমেদ রনি জানান, কক্সবাজারে গত ১৩ মার্চ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। রোববার থেকে পুরোদমে চলছে দৃশ্যধারণ। এখানেই টানা শুটিং চলবে।
তিনি আরও জানান, ‘বুবুজান’ ছবির প্রেক্ষাপট নারী নির্যাতন। দেশে প্রতিদিন কোথাও না কোথাও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ ঘটছে। এই অপরাধ নিয়েই মূলত গল্প হবে। তবে গল্পের সূত্রধর হবে ভাইবোন। তাদের কেন্দ্র করে সবকিছু ঘটবে।
শাপলা মিডিয়া ব্যানারে নির্মিত ‘বুবুজান’ সিনেমায় নাম ভূমিকা দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

নতুন সিনেমা প্রসঙ্গে সুপারস্টার শান্ত খান বলেন, আমার এবং সালওয়া’র চরিত্র দু’টি খুবই চমৎকার। আমার চরিত্র নাম শিহাব। নিজের অভিনয় ফুটিয়ে তোলার অনেক সুযোগ আছে। চেষ্টা করে যাচ্ছি দর্শক সিনেমাটি উপভোগ করবেন সেই প্রত্যাশা নিয়ে।
কক্সবাজারে গান ও কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে বলেও জানান ঢালিউডের এই নায়ক।
চলচ্চিত্রটি নিয়ে আশা প্রকাশ করে নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। তিনি জানান, খুব চমৎকার গল্পের সিনেমা ‘বুবুজান’। গোছানো একটি টিম। আমার চরিত্রটি ভালো এখন শুধু মন প্রাণ উজাড় করে অভিনয়টা পরিচালক রনি ভাই যেভাবে চায়, সেভাবে করতে চাই।
কক্সবাজারে শুটিংয়ের বিষয়ে সালওয়া বলেন, রোমান্টিক গান ও কয়েকটি দৃশ্যের শুটিং করেছি। গানটি দ্বৈতভাবে গেয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন হাবিব। আউটডোরে শুটিং করতে অনেকটা বেগ পোহাতে হয়েছে। গায়ের রঙ কিছু কালো হয়ে গেছে। তবে কাজটা ঠিকভাবে হয়েছে বলে ভালো লাগছে।
ভয়েসটিভি/এএস
সর্বশেষ সংবাদ