Printed on Wed Oct 20 2021 3:52:46 PM

কক্সবাজার সৈকতে ফের ভেসে এলো বিশাল মৃত তিমি

কক্সবাজার প্রতিনিধি
সারাদেশ
কক্সবাজার
কক্সবাজার
কক্সবাজার-টেকনাফ সৈকতের উখিয়া মনখালী-টেকনাফ শামলাপুর পয়েন্টে ভেসে এসেছে একটি তিমির মরদেহ। ২৭ আগস্ট শুক্রবার বিকেলে প্রথমে স্থানীয়রা এটি দেখতে পান। পরে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন জালাল উদ্দীন চৌধুরী নামের এক পরিবেশ কর্মী। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। রাত ১০ টার দিকে ঘটনাস্থলে ছুটে যান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীসহ একটি টিম।

ইউএনও পারভেজ চৌধুরীর সঙ্গে উপজেলা প্রাণী কর্মকর্তা শওকত আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ এসময় বনবিভাগ, স্থানীয় পুলিশ, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত তিমিটি ৩০ ফুট দীর্ঘ এবং ১০ ফুট প্রস্থ। এখানে মানুষ জনের বিচরণ কম হওয়ায় হয়তো কারো নজরে আসেনি।

এটি কয়েকদিন আগে মারা যেতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। মৃত তিমি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় রাতের মধ্যেই দ্রুত পুঁতে ফেলার ব্যবস্থার কথা জানান ইউএনও।

তিনি জানান, ‘এটির কিছু উল্লেখযোগ্য অংশ সংগ্রহ করা হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষা কাজের জন্য সংরক্ষণ করা হবে।’

কিছু দিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতর হিমছড়ি পয়েন্ট মৃত তিমি ভেসে আসে। পরে তা সাগরে পুঁতে ফেলা হয়।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52506
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ