কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগে গ্রেফতার ১


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা গ্রামে কবর থেকে কছিমন (৮০) ও তাঁর ছেলের বউ আছমা (৪০) নামে দুটি নারী কঙ্কাল চুরির অভিযোগে কথিত এক কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ২৯ ডিসেম্বর মঙ্গলবার তাকে আটক করে পুলিশ।
গ্রেফতার মামুন (২১) উপজেলার পূর্ব উঁচনা গ্রামের বেলালের ছেলে ।
পাঁচবিবি থানার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে উপজেলার ধরঞ্জী ইউপির উঁচনা গ্রামে কছিমন ও সাত মাস পূর্বে তাঁর ছেলের বউ আছমা মারা যায়। গত ২৫ ডিসেম্বর সকালে গ্রেফতার কবিরাজ মামুন ও তাঁর সহযোগী রুবেল মরহুমার ছেলে মোজাফ্ফরের বাড়িতে গিয়ে তাঁর মা ও স্ত্রী করে মারা গেছে জানতে চায়।
এসময় তারা মোজাফ্ফরের কাছে স্বজনদের কবর থেকে এক মুঠ মাটি নিতে চায়। এতে অস্বীকৃতি জানালে কবিরাজ মামুন ও তার সহযোগী রুবেল কবর থেকে কঙ্কাল দুটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মরহুমার ছেলে মোজাফ্ফর বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, কবিরাজী করার জন্যে তারা কঙ্কাল দুটি চুরি করেছে।
ভয়েস টিভি/এমএইচ
গ্রেফতার মামুন (২১) উপজেলার পূর্ব উঁচনা গ্রামের বেলালের ছেলে ।
পাঁচবিবি থানার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে উপজেলার ধরঞ্জী ইউপির উঁচনা গ্রামে কছিমন ও সাত মাস পূর্বে তাঁর ছেলের বউ আছমা মারা যায়। গত ২৫ ডিসেম্বর সকালে গ্রেফতার কবিরাজ মামুন ও তাঁর সহযোগী রুবেল মরহুমার ছেলে মোজাফ্ফরের বাড়িতে গিয়ে তাঁর মা ও স্ত্রী করে মারা গেছে জানতে চায়।
এসময় তারা মোজাফ্ফরের কাছে স্বজনদের কবর থেকে এক মুঠ মাটি নিতে চায়। এতে অস্বীকৃতি জানালে কবিরাজ মামুন ও তার সহযোগী রুবেল কবর থেকে কঙ্কাল দুটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মরহুমার ছেলে মোজাফ্ফর বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, কবিরাজী করার জন্যে তারা কঙ্কাল দুটি চুরি করেছে।
ভয়েস টিভি/এমএইচ
সর্বশেষ সংবাদ