ফের করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস!


দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লস। সম্প্রতি তিনি তার মা ব্রিটিশ রানি এলিজাবেথের সঙ্গে দেখা করেছেন। তবে ৯৫ বছরের রানির শরীরে এখন পর্যন্ত কোনও লক্ষণ দেখা যায়নি।
রাজপ্রাসাদের সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
৭৩ বছর বয়সী ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। এই রাজপুত্র রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী উপলক্ষে উইনচেস্টারে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন। তবে করোনা আক্রান্ত হওয়ায় তা বাতিল করা হয়েছে।
প্রিন্স চার্লসের কার্যালয়ের এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘আজ সকালে প্রিন্স অব ওয়েলস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন আর বর্তমানে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন।’
তার শারিরীক অবস্থা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বাকিংহাম প্রাসাদের একটি সূত্র নিশ্চিত করেছে সম্প্রতি তিনি রানির সঙ্গে দেখা করেছেন। রানির কোনও লক্ষণ দেখা যায়নি তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
২০২১ সালের শুরুর দিকে করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেন রানি এলিজাবেথ। অন্যদেরও টিকা নিতে উৎসাহ দেন তিনি। তবে পরবর্তী ডোজ রানি নিয়েছেন কিনা সে বিষয়ে জানাতে অস্বীকৃতি জানায় রাজপ্রাসাদ।
গত বছরের ডিসেম্বরে প্রিন্স চার্লস নিশ্চিত করেন তিনি ও তার স্ত্রী ক্যামেলিয়া দুই জনেই বুস্টার ডোজ গ্রহণ করেছেন।
২০২০ সালের মার্চে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হন প্রিন্স চার্লস। ওই সময়ে মৃদু লক্ষণ ছিল তার। তার ছেলে প্রিন্স উইলিয়াম ২০২০ সালের বসন্তে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
ভয়েসটিভি/আরকে