Printed on Sun Sep 19 2021 10:18:20 PM

করোনায় দেশে আরও ৯৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
৯৪ জনের প্রাণহানি
৯৪ জনের প্রাণহানি
করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা তিন দিন করোনায় মৃত্যুর সংখ্যা একশর নিচে থাকল। এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭২৪ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে দাঁড়িয়েছে।

৩০ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল ২৯ আগস্ট রোববার করোনায় ৮৯ জনের মৃত্যু হয়। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়ায়। এর আগের দিন ২৮ আগস্ট শনিবার করোনায় ৮০ জনের মৃত্যু হয়। এতে টানা ৬৩ দিন পর মৃত্যু একশর নিচে নেমেছিল ওই দিন। আজ করোনায় ৯৪ জন মারা যাওয়ায় টানা তিন দিন মৃত্যু একশর নিচে থাকল।

এর আগে সর্বশেষ গত ২৬ জুন করোনায় মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন মারা যান ৭৭ জন। দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ১০০ ছাড়িয়েছিল গত ১৬ এপ্রিল। ওই দিন মারা গিয়েছিলেন ১০১ জন। ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ৫ ও ১০ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যান। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামতে শুরু করে।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ছয় হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হলেন মোট ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৩৮৩টি আর পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৮৫৫টি।

দেশে এখন পর্যন্ত মোট ৮৯ লাখ ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৯৪ হাজার ৬৩৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৩ লাখ পাঁচ হাজার ৬১২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১২ দশমিক শূন্য সাত শতাংশ আর এখন পর্যন্ত ১৬ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে পুরুষ ৪৫ জন আর নারী ৪৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে, দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৯৪৩ জন আর নারী নয় হাজার ১৬৬ জন।

২৪ ঘন্টায় মৃতদের ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাত জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চার জন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।

মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন, চট্টগ্রাম বিভাগের ২৭ জন, রাজশাহী বিভাগের ছয় জন, খুলনা বিভাগের পাঁচ জন, বরিশাল ও রংপুর বিভাগের একজন করে, সিলেট বিভাগের সাত জন আর ময়মনসিংহ বিভাগের আছেন চার জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, ৯৪ জনের মধ্যে ৭৬ জন সরকারি হাসপাতালে, ১৭ জন বেসরকারি হাসপাতালে আর বাড়িতে মারা গেছেন একজন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : ৩৮তম বিসিএসে ২০৯৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/52818
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ