Printed on Tue Sep 21 2021 6:06:25 PM

রামেকের করোনা ইউনিটে আরও ১৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
সারাদেশ
করোনা ইউনিটে
করোনা ইউনিটে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন, উপসর্গ নিয়ে সাতজন ও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ১৩ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর আটজন, পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন রয়েছেন। মৃতদের সাতজন পুরুষ ও ছয়জন নারী।

তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ব্যক্তিদের সাতজনের বয়স ৬১ বছরের ওপরে ছিল। বাকি ৬ জনের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন ছিলেন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৪০ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩২৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৭৯ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৭ জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন।

রামেক পরিচালক জানান, বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮৩ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৮ শতাংশ কম। আগের দিন বুধবার শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ।

এ ছাড়াও গত মঙ্গলবার রাজশাহীতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৮০ শতাংশ, সোমবার ২৩ দমশিক ১০ শতাংশ, রোববার ২৭ দশমিক ২৫ শতাংশ, শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ, শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ এবং বৃহস্পতিবার ২৩ দশমিক ৮২ শতাংশ।

আরও পড়ুন : করোনামুক্ত সনদ নিয়ে ঢুকতে হবে বাংলাদেশে

ভয়েস টিভি/এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50909
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ