Printed on Sat Sep 18 2021 2:02:54 AM

করোনা ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
করোনা
করোনা
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

১০ আগস্ট মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১ আগস্ট বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত ও ৪ জনের উপসর্গ ছিল। তাদের মধ্যে ৬ জন নারী ও ৪ জন পুরুষ।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফাতেমা (৮০), নাজমুল হোসেইন (৬৮), ভালুকার নুরজাহান পারভিন (৬০), শেরপুর সদরের রহিমা (৪৫), নেত্রকোনা মদন উপজেলার বকুলা আক্তার (৬৭), জামালপুর সদর উপজেলার আবুল হাশেম (৭০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের জয়নাল আবেদিন (৭৫), এসকেএম হারেস উদ্দিন (৭০), আমেনা বেগম (৮০) ও নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০)।

হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন বুধবার সকাল ১১টায় ভয়েস টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে করোনা ইউনিটে ৪২৪ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ২২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২০ জন।

এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৬৯ রোগী। এ সময়ের মধ্যে ৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে ১৭২ জন সেবা নিয়েছেন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২২ জন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, নতুন করে ১ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৮ হাজার ২৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে ২১১ জনের।

ভয়েসটিভি/এএস
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/50779
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ