Printed on Thu Sep 23 2021 12:23:30 PM

সুস্থ মা জন্ম দিলেন করোনা পজেটিভ সন্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক
বিশ্ব
করোনা পজেটিভ
করোনা পজেটিভ
করোনাভাইরাসে বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে বেড়েই চলেছে করোনা আতঙ্ক। এরই মাঝে করোনা নেগেটিভ এক নারী জন্ম দিয়েছেন সন্তান। তবে নবজাতক ওই শিশুটির করোনা পজিটিভ এসেছে। ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় এ ঘটনা ঘটেছে। মা করোনা নেগেটিভ হওয়ার পরও নবজাতকের পজিটিভ হওয়ায় বিস্মিত চিকিৎসকরা।

গত সোমবার রাতে সন্তান জন্ম দেন পালঘর দার্শেদ গ্রামের বাসিন্দা ওই নারী। এর আগেও মুম্বাইয়ে অনেক মা ও নবজাতকের করোনা পজিটিভ হওয়ার দৃষ্টান্ত আছে। কিন্তু এই প্রথম শিশুর করোনা হলেও মা সংক্রমিত হননি।

এদিকে মহারাষ্ট্রের আহমেদ জেলায় শিশুদের সংক্রমণের সংখ্যা প্রশাসনকে চিন্তায় ফেলে দিয়েছে। এই জেলায় মে-তে ৯ হাজার ৯০০ শিশুর করোনা শনাক্ত হয়েছে। শুধু মে মাসে এই জেলায় ৮৬ হাজার সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর হার কম। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)

ভয়েস টিভি/ডি
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/45922
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ