Printed on Wed Oct 20 2021 7:20:16 AM

করোনা : ময়মনসিংহ মেডিকেলে আরও ১০ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশ
ময়মনসিংহ মেডিকেলে আরও ১০ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে আরও ১০ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিলেন। ৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ফোকাল পারসন মহিউদ্দিন খান ভয়েস টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


ডাঃ মহিউদ্দিন খান জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নান্দাইলের আমেনা (৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭১), নেত্রকোনার কেন্দুয়ার দুখু মিয়া (৮০) ও জামালপুর সরিষাবাড়ির সাজেদা (৪৫)।


আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার হাসিনা (৬০), ত্রিশালের ইব্রাহিম (৭০), ধোবাউড়ার জসিমউদ্দিন (৫৫), গফরগাঁওয়ের ইব্রাহিম (৭৫), নেত্রকোনার মোহনগঞ্জের তহুরা (৫০) ও সুনামগঞ্জ জামালগঞ্জের রইসুদ্দিন (৬০)।


তিনি জানান, বর্তমানে করোনা ইউনিটে ৩০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২২ জন।


হাসপাতালে এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৩৫ জন রোগী। এ সময়ের মধ্যে ৫৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে ১০৮ জন সেবা নিয়েছেন। টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৫ জন।


জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে এক হাজার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৯ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ভয়েস টিভি/ এএন
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/51458
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ