Printed on Sat Apr 01 2023 10:32:48 AM

দেশে শনাক্ত করোনা রোগী ৭ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
জাতীয়
করোনা রোগী
করোনা রোগী
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর পেরিয়ে গেছেন এক বছরেরও বেশি সময়। এসময়ে করোনা রুখতে সরকার জোর প্রচেষ্টা চালিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে দেশে আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এরই মধ্যে শনাক্ত করোনা রোগীর সংখ্যা সাত লাখ ছাড়াল। আর মৃত্যুও ১০ হাজারের কাছাকাছি।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯৬ জন। যা এখন পর্যন্ত রেকর্ড মৃত্যু। একই সময়ে আরও ৫ হাজার ১৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

১৪ এপ্রিল বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত এক দিনে ৫ হাজার ১৮৫ জন রোগী শনাক্ত হওয়ায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৯৬ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯৮৭ জনে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/41789
© স্বত্ব ভয়েস টিভি 2023 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ