Printed on Tue Jan 18 2022 12:51:41 PM

করোনা শনাক্তে যুক্ত হলো আরও একটি ল্যাব

জাতীয়
ল্যাব
ল্যাব
করোনা শনাক্ত করার আরও একটি পিসিআর ল্যাব যুক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাস শনাক্তে পিসিআর পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৭১টিতে। গাজীপুরের চন্দ্রায় ডা. ফরিদা হক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হাসপাতালে নতুন এ পিসিআর ল্যাবটি স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত একদিনে ৬৩টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৮১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৬৫০টি।

সম্পাদনা : আমির সোহেল
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/7286
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ