Printed on Sat Jun 19 2021 3:38:31 AM

কৃষকদের নিয়ে ফেনীতে কর্মশালা

ফেনী প্রতিনিধি
সারাদেশ
কর্মশালা
কর্মশালা
২০২১-২১ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন শনিবার ফেনীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।

চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল হুদার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ ও নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন।

কর্মশালায় ফেনী জেলার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার শারমীন আক্তারসহ চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষীপুর ও নোয়াখালী জেলার উপ-পরিচালক, বিনা, ব্রি, বিএডিসি, বারী, জেলা- উপজেলা কৃষি অফিসার ও তেলফসল চাষীসহ ১৭৫ জন অংশ নেন।

আঞ্চলিক কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে তেলজাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে ভোজ্যতেলের চাহিদাপূরণ ও আমদানি ব্যয় কিভাবে হ্রাস করা যায় তা বিশদভাবে আলোচনা করা হয়। এছাড়াও মাঠ পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নে নির্দেশনা প্রদান ও মতামত গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাঁচবছর মেয়াদী তেলজাতীয় প্রকল্প সরিষা, সয়াবিন, সূর্যমূখী, তিল ও চিনাবাদাম দেশের ৬৪ জেলার ২৫০টি উপজেলায় এ কার্যক্রম চলমান থাকবে।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/46110
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ