Printed on Sat Aug 13 2022 4:26:36 PM

শালুকের প্রেমের টানে চাঁদপুরে কলকাতার বনি

নিজস্ব প্রতিবেদক
বিনোদন
কলকাতার বনি
কলকাতার বনি
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান প্রজন্মের উদীয়মান নায়ক বনি সেনগুপ্ত। সেই বনি এবার অভিনয় করছেন ঢাকাই সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের নায়িকা রাশিদা জাহান শালুক। আর এ সিনেমা নাম ‘মানব দানব’। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন বজলুর রাশেদ চৌধুরী।

জানা গেছে, জেলেপাড়ার গল্প নিয়ে ‘মানব দানব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ১৭ অক্টোবর রোববার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছেছেন বনি সেনগুপ্ত। ঢাকায় নেমেই চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন কলকাতার এই অতিথি।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে সিনেমাটির শুট শুরু হবে। বনি ছাড়াও সিনেমাটির শুটে ঢাকায় এসেছেন রজতাভ দত্ত ও ভরত কল।’

আরও পড়ুন : প্রেমিকা কৌশানি তুণমূলে, প্রেমিক বনি বিজেপিতে

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুই সিনেমার শুট শেষ করেছেন বনি সেনগুপ্ত। শামীম আহমেদ রনির পরিচালনায় সে দুই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায়।

এর আগে শালুক একটি বেসরকারি টিভিতে প্রচারিত প্রচারিত সালাউদ্দিন লাভলুর দ্য ডিরেক্টরসহ ১২টির মতো নাটকে কাজ করেছেন। অনন্য মামুনের অমানুষ সিনেমায়ও একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শালুক বলেন, ১২টির মতো নাটকে কাজ করেছি। তবে ছোট থেকে আমার টার্গেট ছিল সিনেমার নায়িকা হওয়া। শাপলা মিডিয়া আমাকে সেই সুযোগটি দিচ্ছে। প্রযোজক সেলিম খানসহ প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/56053
© স্বত্ব ভয়েস টিভি 2022 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ