Printed on Mon May 17 2021 12:02:57 AM

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষ নিহত

নড়াইল প্রতিনিধি
সারাদেশ
কলেজ অধ্যক্ষ
কলেজ অধ্যক্ষ
নড়াইল সদরের তুলারামপুর বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশার আলো মহাবিদ্যলয়ের অধ্যক্ষ রওশন আলম (৫০) নিহত হয়েছেন। ১৭ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রওশন আলম সদর উপজেলার তুলারামপুর দক্ষিণপাড়ার জামশেদ আলী খানের ছেলে।

রওশন আলমের ভাই জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম মুকুল জানান, বুধবার সকালের দিকে তুলারামপুর সেতু সংলগ্ন পার্শ্ব সড়ক থেকে রওশন আলম মোটরসাইকেলযোগে হাইওয়েতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও সেখানে তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভয়েস টিভি/এসএফ
যোগাযোগঃ
ভয়েস টিভি ৮০/৩, ভিআইপি রোড, খান টাওয়ার, কাকরাইল,
ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোনঃ +৮৮ ০২ ৯৩৩৮৫৩০
https://bn.voicetv.tv/news/38888
© স্বত্ব ভয়েস টিভি 2021 — ভয়েস টিভি
শাপলা মিডিয়ার একটি প্রতিষ্ঠান
সর্বশেষ সংবাদ